নিজস্ব প্রতিবেদক
বিদেশি কোনো শক্তির সহায়তায় নয়, বরং জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী— এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, “জামায়াতের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ বাড়লেও আমরা বিদেশি কোনো শক্তির আশ্রয়ে বিশ্বাসী নই। দেশের জনগণই আমাদের মূল শক্তি।”
তিনি জানান, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। জামায়াত আমির জানিয়েছেন, সব রাজনৈতিক দল নির্বাচনী ও সাংবিধানিক সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছালে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
বৈঠকে আন্তর্জাতিক মানবিক ইস্যুতেও আলোচনা হয়। গোলাম পরওয়ার বলেন, “আমির সাহেব ফিলিস্তিনের প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ভূমিকারও প্রশংসা জানানো হয়েছে।”
জামায়াত নেতারা জানান, বৈঠকটি ছিল পারস্পরিক মতবিনিময় ও মানবিক ইস্যুগুলোতে যৌথ অবস্থান শক্ত করার একটি কূটনৈতিক উদ্যোগ।