অনলাইন ডেস্ক:
চিকিৎসাবিজ্ঞানে অসামান্য অবদান রাখার জন্য ২০২৫ সালের নোবেল পুরস্কার জয় করেছেন তিন বিজ্ঞানী— মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাগাগুচি। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের স্টকহোম থেকে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে।
তাদের গবেষণার বিষয় ছিল পেরিফেরাল ইমিউন টলারেন্স— যা মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষা এবং অটোইমিউন রোগ বোঝার ক্ষেত্রে যুগান্তকারী দিক উন্মোচন করেছে।
নোবেল কমিটি জানিয়েছে, এই তিন বিজ্ঞানীর গবেষণা চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।