October 27, 2025, 8:09 pm
Headline :

আশুলিয়ার জামগড়ায় পলমল গ্রুপে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আশুলিয়ার জামগড়ায় পলমল গ্রুপে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ার জামগড়ায় পলমল গ্রুপের আওতাধীন আয়েশা গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটে ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে অবস্থিত এই পোশাক কারখানায় হঠাৎ আগুন লাগে।

খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ও ডিইপিজেডের আরও তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দুপুর ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম জানিয়েছেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের তীব্রতায় কারখানার ভেতরের বিপুল পরিমাণ কাপড় ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page