January 10, 2026, 6:48 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি প্রায়শই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি নিজের প্রেম ও বিয়ে সংক্রান্ত গুঞ্জন নিয়ে খোলামেলা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খানের প্রশ্নে ‘আপনি কি এখন সিঙ্গেল?’—জবাবে পরীমণি সোজাসাপ্টা বলেন, “না।” তবে সম্পর্কের বিষয়ে আরও প্রশ্ন করা হলে তিনি মজার ছলে বলেন, “জানি না। আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। সারাক্ষণই প্রেম প্রেম ফিল হয়, আর এটা থাকা ভালো।”

বিয়ে প্রসঙ্গে তিনি জানান, “একবার করেছি।” শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ ও অন্যান্য বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে হাস্যরসের ছলে বলেন, “জানি না, ওরা বোধহয় সৎস্বামী। যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।” তবে রাজের সঙ্গে বিয়ে নিয়ে অনুতপ্ত কিনা জানতে চাইলে তার জবাব, “না, জীবনে কোনো কিছুই ভুল নয়, সবই অভিজ্ঞতা।”

অভিনয়জীবনের আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি। গত বছর এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে তাদের ছবি ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন, “হ্যাঁ, তিনি আমার সৎস্বামী ছিলেন।”

আর কতবার বিয়ে করতে চান—এমন প্রশ্নের উত্তরে পরীমণি মজার ছলে বলেন, “আমার তো ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। তবে সেটা যে রিউমার হয়ে ছড়িয়ে পড়বে, তা বুঝিনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *