January 10, 2026, 1:28 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ভরা মজলিসে স্ত্রীর গোপন কথা ফাঁস করলেন শোয়েব মালিক, বিচ্ছেদের গুঞ্জন চরমে

 স্পোর্টস ডেস্ক :

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর সানা জাভেদকে নিয়ে সংসার পেতেছেন শোয়েব মালিক। এরপর থেকে তিনি অনেকটা আলোচনার বাইরেই ছিলেন। তবে সবশেষ এক অনুষ্ঠানে নতুন বিতর্কের জন্ম দিলেন শোয়েব মালিক। সাবেক পাক অধিনায়ক ভরা মজলিসে স্ত্রী সানা জাভেদের গোপন কথা ফাঁস করে দিয়েছেন। আর তাতেই নতুন করে তৈরি হয়েছে তার আর সানার বিচ্ছেদের গুঞ্জন। 

এই ঘটনা ঘটে এক জনসমাগমে, যেখানে দম্পতি একসঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এক ভক্ত সানাকে প্রশ্ন করেছিলেন, তাঁর জীবনের কোনো নির্দোষ গল্প আছে কি না। প্রশ্ন শুনে উত্তর দেওয়ার আগেই শোয়েব মজার ছলে বলেন, ‘সানার জীবনের একমাত্র নির্দোষ গল্প আমি।’

ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। এর মাধ্যমে তারা যেন সাম্প্রতিক গুজবেরও জবাব দিয়েছেন। কয়েক দিন আগেই একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে দেখা গিয়েছিল সানা জাভেদকে কিছুটা বিরক্ত মনে হচ্ছে। সেই ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন, কেউ কেউ দাবি করেন দম্পতির মধ্যে নাকি টানাপোড়েন চলছে, এমনকি বিচ্ছেদের গুজবও ছড়ায় কিছু ভারতীয় গণমাধ্যমে।

তবে এই নতুন ভিডিওর হাস্যরসাত্মক মুহূর্ত দেখে মনে হচ্ছে, সব কিছুই স্বাভাবিক। শোয়েব মালিকের রসিক মন্তব্যে যেমন দর্শকরা আনন্দ পেয়েছেন, তেমনি সানার হাসিতেও ফুটে উঠেছে দুজনের মধুর সম্পর্ক।

২০২৪ সালের জানুয়ারিতে বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন শোয়েব মালিক ও সানা জাভেদ। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। শোয়েব মালিকের আগের স্ত্রী ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তাদের এক ছেলে আছে, যে বর্তমানে মায়ের সঙ্গেই ভারতে থাকে। অন্যদিকে সানা জাভেদ এর আগে বিয়ে করেছিলেন গায়ক ও অভিনেতা উমাইর জাসওয়ালকে, যদিও তাদের সংসারে সন্তান ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *