স্পোর্টস ডেস্ক :
কলম্বোয় আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান নারী দল। নারী ওয়ানডে বিশ্বকাপের এই ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে, আর দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচের উত্তাপও বেড়েছে কয়েকগুণ।
সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে পুরুষ দলের ম্যাচগুলোতেই ছিল নানা বিতর্ক। টুর্নামেন্টে ভারত টানা তিনবার হারায় পাকিস্তানকে, ফাইনালে জয় আসে পাঁচ উইকেটে। সেই টুর্নামেন্টে হাত না মেলানো থেকে শুরু করে ট্রফি বিতরণ নিয়েও হয় বিতর্ক। ভারতীয় দল তখন ট্রফি নিতে অস্বীকার করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির হাত থেকে।
এই পরিস্থিতিতেই নারী বিশ্বকাপের ম্যাচকে ঘিরে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ আবিষ্কার সালভির কাছে পাকিস্তানি এক সাংবাদিক প্রশ্ন করেন।
সাংবাদিক বলেন, ‘আমার প্রশ্নটা আসলে ভারতীয় অধিনায়কের জন্য ছিল, কিন্তু আপনি যেহেতু আছেন, আপনাকেই করছি। আমরা দেখেছি যে পাকিস্তান ও ভারতের নারী দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, অন্তত এই বিশ্বকাপের আগে পর্যন্ত। আপনি কি মনে করেন, এশিয়া কাপের তিক্ততা হয়তো এই ম্যাচে প্রভাব ফেলতে পারে?’
সলভি উত্তর দেওয়ার আগেই ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার হস্তক্ষেপ করেন। তিনি বলেন, ‘হাই, মনে করিয়ে দিচ্ছি—আমরা আগেই বলেছি, প্রথম প্রশ্নটি আমরা নেব না। তাই চলুন, পরের প্রশ্নে যাওয়া যাক।’
ভারত ও পাকিস্তান নারী দল এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ২৪ বার, পাকিস্তানের জয় মাত্র ৩ ম্যাচে, সবই টি-টোয়েন্টি ফরম্যাটে। ওয়ানডেতে ভারত এখনো অপরাজিত, সব ১১ ম্যাচেই জিতেছে তারা।
এই বিশ্বকাপে ভারত দারুণভাবে শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়েছে তারা। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচেই ব্যর্থ, বাংলাদেশর বিপক্ষে ৭ উইকেটে হেরেছে দলটি। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বাজে খেলেছে পাকিস্তান।