October 27, 2025, 8:03 pm
Headline :

জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত দুই

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রাম অফিস প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন পারভেজ রহমান। রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর আকবর শাহ ও সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় গত দুদিন ধরে চলমান দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটছে। দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এই সহিংসতায় একজন নিহত এবং অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছে বলে জানা গেলেও, পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এই সংঘাতের তথ্য সংগ্রহে গেলে হোসাইন জিয়াদ ও পারভেজ রহমানের ওপর হামলা চালায় ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল। আহত সাংবাদিক পারভেজ রহমান জানান, সন্ত্রাসীরা তাদের মারধর করে রক্তাক্ত করে এবং ক্যামেরা ভেঙে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তারা হাসপাতালে ভর্তি হন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page