নিজস্ব প্রতিবেদক
ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচি আজ রোববার (৫ অক্টোবর) টানা ৩৭তম দিনে গড়িয়েছে।
কর্মচারীরা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও তাদের চাকরির নিরাপত্তা নেই। ঠিকাদারদের মাধ্যমে নিয়োগ হওয়ায় কর্মীদের বেতন ও সুযোগ-সুবিধা নিয়মিতভাবে বঞ্চিত করা হচ্ছে।
তাদের দাবি, সরাসরি প্রতিষ্ঠানের অধীনে নিয়োগ দেওয়া হলে চাকরির নিশ্চয়তা, ন্যায্য বেতন এবং মৌলিক সুবিধা নিশ্চিত হবে। এছাড়া, দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের জন্যও স্থায়ী পদ সৃষ্টির দাবি জানানো হয়েছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।