October 27, 2025, 9:29 pm
Headline :

ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক

ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সফররত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। আজ রবিবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর আলরাজি কমপ্লেক্সে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। অন্যদিকে ইইউর ২ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করে। তারা আসন্ন জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রস্তুতি, আর্থিক ব্যবস্থাপনা, নির্বাচনী পরিবেশ, সম্ভাব্য জোট, নির্বাচন কমিশনের ওপর আস্থা এবং জুলাই জাতীয় সনদ নিয়ে দলের অবস্থান জানতে চান।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানান, গণঅধিকার পরিষদ ইতোমধ্যে ৫০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং শিগগিরই আরও ১০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। তিনি বলেন, “৩০০ আসনেই প্রার্থী দেওয়ার বিষয়ে আমাদের সিদ্ধান্ত রয়েছে।” দলের অর্থায়ন প্রসঙ্গে তিনি জানান, নেতাকর্মীদের অনুদানের মাধ্যমেই কার্যক্রম পরিচালিত হয়।

তিনি আরও অভিযোগ করেন, দলের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলা হয়েছে, কিন্তু এখনো কেউ গ্রেফতার হয়নি। তার মতে, সরকারের উদাসীনতায় নির্বাচনী পরিবেশ অনিশ্চিত হয়ে পড়েছে।

নির্বাচন কমিশন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, কমিশনের আন্তরিকতা থাকলেও তাদের নিজস্ব জনবল নেই। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচনের আগে প্রশাসনিক সংস্কার অপরিহার্য।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ইতোমধ্যে একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত হয়েছে। শিগগিরই এ নিয়ে পূর্ণ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page