বাংলাদেশে স্বল্প মেয়াদে ‘পাওয়ার হিটিং’ শেখানো জুলিয়ান উড এবার বড় দায়িত্ব পেলেন শ্রীলঙ্কা ক্রিকেটে।
জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এক বছরের চুক্তিতে উডকে দলে ভিড়িয়েছে লঙ্কানরা। চুক্তিটি কার্যকর হয়েছে ১ অক্টোবর থেকে।
বাংলাদেশে সম্প্রতি বিসিবির আয়োজিত স্বল্পমেয়াদি ক্যাম্পে পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন উড। সেখানে জাকের আলী অনিকদের মতো উদীয়মান ব্যাটারদের হিটিং স্কিল বাড়াতে কাজ করেছিলেন তিনি।
শুধু ব্যাটিং কোচই নয়, শ্রীলঙ্কা দলে যুক্ত হয়েছেন নতুন স্পিন বোলিং কোচ রেনে ফার্ডিনান্ডসও।