October 27, 2025, 9:26 pm
Headline :

দলীয় প্রভাবাধীন প্রশাসনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব : রিজভী

দলীয় প্রভাবাধীন প্রশাসনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব : রিজভী

অনলাইন ডেস্ক

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অনুগত ব্যক্তিদের বসানো হচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এর মাধ্যমে দেশে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শনিবার (৪ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ একটি দলের প্রভাবশালী আমলাদের বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। তাই এমন ব্যক্তিদের নিয়োগ করতে হবে যারা জনগণের আস্থা অর্জন করতে পারে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।”

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত তুলে ধরে রিজভী আরও বলেন, “আমাদের হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে উৎসব পালন করেছে। দুর্গাপূজার সময় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও মাদরাসার ছাত্ররাও পূজামণ্ডপ পাহারায় অংশ নিয়েছে। এটি আমাদের সম্প্রীতির ঐতিহ্য।”

এসময় ভারতীয় এক পূজামণ্ডপে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিকৃত মূর্তি স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, “ভারত সাংস্কৃতিক চর্চার দেশ। অথচ সেখানে ড. ইউনূসসহ বিশ্বনেতাদের বিকৃত মূর্তি বানানো হয়েছে, যা নিম্নরুচি ও অপসংস্কৃতির পরিচয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page