নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় একটি বসতবাড়িতে হঠাৎ করেই আগুন লেগেছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামারবাজার ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন কীভাবে লেগেছে— সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
এছাড়া, আগুনে ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তাও এখনো জানা যায়নি।
আগুন নেভানোর কাজ চলমান রয়েছে।