নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর ভাষা সংগ্রামী আহমদ রফিকের মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শোক মিছিল সহকারে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ হাসপাতালে এসে তার মরদেহ হস্তান্তর করা হয়। মৃত্যুর আগে তিনি তার মরদেহ এ হাসপাতালে দান করে গেছেন।
এর আগে আজ বেলা ১১টায় শহিদ মিনারে নেয়া হয় আহমদ রফিকের মরদেহ। সেখানে তার কফিনে শ্রদ্ধা জানান নানা শ্রেণি-পেশার মানুষ। এছাড়া নানা সংগঠনের পক্ষ থেকেও তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।