October 27, 2025, 11:53 pm
Headline :

ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, যা বললেন পিনাকী

নিজস্ব প্রতিবেদক :

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি দুর্গাপূজা মণ্ডপে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের আদলে অসুরের মূর্তি তৈরি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সোশ্যাল মাধ্যম অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। তিনি এই ঘটনাকে কেবল ‘শিল্প নয়’, বরং ‘সাংস্কৃতিক আগ্রাসন’ ও ‘অত্যন্ত অশ্লীল সাংস্কৃতিক রুচির প্রকাশ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

পিনাকী ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, “এই মূর্তিটি কেবল বাংলাদেশ সরকারের প্রধান বা বিশ্বব্যাপী প্রশংসিত ব্যক্তিকে অপমান করে না, বরং বাংলাদেশের জুলাই বিদ্রোহ, আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির সার্বভৌম মর্যাদাকেও অবমাননা করে।

তিনি বলেন, অধ্যাপক ইউনুসের আদলে অসুর তৈরি চরম অবমাননার প্রতিনিধিত্ব করে কারণ দেবী দুর্গা রাক্ষসকে পরাজিত ও হত্যা করে।

তিনি পোস্টে আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে অসুর হিসেবে চিত্রিত করে তারা আমাদের বিজয়ী ইতিহাসকে উপহাস করেছে এবং আমাদের স্বাধীন পরিচয়কে অপমান করেছে। তারা আমাদের মহান জুলাই বিপ্লবকেও অপমান করেছে, যার মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা হয়েছিল এবং জাতির জনগণ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তুলে ধরেছিল।

আমরা পশ্চিমবঙ্গের পূজা আয়োজকদের এই কাজের নিন্দা জানাই। আমরা জানি যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে, ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন শাসক দল, বিজেপি এবং তাদের সমর্থকরা অত্যন্ত ক্ষুব্ধ এবং দুর্গাপূজার মাধ্যমে আরেকটি জঘন্য আক্রমণ শুরু করেছে।

তিনি আরও মন্তব্য করেন, কয়েক বছর আগে ভারতে ট্রাম্পের বিজয় ও সমৃদ্ধির জন্য পূজা অনুষ্ঠিত হলেও, বর্তমানে ভারতে ট্রাম্প ‘একজন খলনায়ক’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page