October 27, 2025, 7:06 pm
Headline :

‘আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের মূল্য ভাঙ্গারি দোকানের কাগজের মতো’

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে নতুন স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজ, খুনি, হিন্দুস্তানের দালাল চাই না। জুলাই সনদ আমাদের আগামীর পথচলা এবং দেশ গড়ার দিকনির্দেশিকা। সমাজের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষকে জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে কথা বলতে হবে। আইনি ভিত্তি না থাকলে যেকোনো দল ক্ষমতায় এসে জুলাই সনদকে অস্বীকার করতে পারে। মনে রাখবেন, আইনি ভিত্তি ব্যতীত জুলাই সনদের মূল্য ভাঙ্গারি দোকানের পুরাতন বাতিল কাগজের মতো।

বৃহস্পতিবার (২ অক্টোবার) সকালে জাগপার পল্টনস্থ কার্যালয়ে শ্রমজীবী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমি দেখতে পাচ্ছি আমাদের ডাকে সারা দিয়ে সরকারি ছুটির দিনে আজ এখানে উপস্থিত হয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বেসরকারি চাকরিজীবী। একই সঙ্গে উপস্থিত হয়েছেন বাসচালক, পরিচ্ছনকর্মী, গার্মেন্টসকর্মী, পত্রিকার হকার। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের এই যে মিলনমেলা এটাই কিন্তু বাংলাদেশ। আপনার মাসিক উপার্জন ১০ লাখ টাকা হোক কিংবা ১০ হাজার, আপনার ভোট দেওয়ার ক্ষমতা ১টি। আমরা চাই না আপনার দেওয়া সেই ১টি মহামূল্যবান ভোট নষ্ট হোক। তাই আমাদের পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে প্রত্যেকটি ভোট কাজে লাগবে। 

জাগপা মুখপাত্র বলেন, খুনি হাসিনাকে ফেরত আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে। ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে হবে। আপনারা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা রাজনীতি করেন না কিন্তু এই দেশেই বসবাস করেন। আর তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। 

এর আগে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন সূচনা বক্তব্যে দলের ৭টি দাবি তুলে ধরেন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা জাগপা উত্থাপিত ৭টি দাবি নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page