October 27, 2025, 7:06 pm
Headline :

চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদানের সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :

ভোলার চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামায়াত নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমির ও সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ জাকির হুসাইন ও হারুনুর রশীদ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেলাম জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। সংবাদটি সম্পূর্ন‌ই মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা ওই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, প্রকৃত ঘটনা আজ থেকে এক বছরের ঊর্ধ্বে ২০২৪ সা্লের ৫ জুলাই ওমর ফারুক পিতা মৃত মোঃ তোফাজ্জল হোসেন কে অর্থ কেলেঙ্কারি, সংগঠনের ফান্ডে উদ্বৃত্ত অর্থ জমা না দেয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায় বহিষ্কার করা হয়েছে। ওই বহিষ্কৃত মোঃ ওমর ফারুকসহ কারো সঙ্গে জামায়াতে ইসলামীর কোন ধরনের সম্পর্ক নেই। যারা এ ধরনের ভুল তথ্য প্রচার করেছেন, তারা হলুদ সাংবাদিকতার কাজ করেছেন।

জামায়াত নেতারা বলেন, সঃশ্লিষ্ট এলাকার নেতাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক সংবাদ প্রচার করা উচিত ছিল। ভবিষ্যতে এ ধরনের ভুল তথ্য প্রচার না করার অনুরোধ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page