January 9, 2026, 10:29 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

শাকিব-হানিয়াকে প্রসঙ্গে যা বললেন সেমন্তী

শাকিব-হানিয়াকে প্রসঙ্গে যা বললেন সেমন্তী

বিনোদন ডেস্ক,

দেশের শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রাপ্য সম্মান ও মূল্যায়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সরাসরি প্রশ্ন তোলেন—বাংলাদেশি তারকারা বিদেশে কতটা গুরুত্ব পান?

সেমন্তীর মতে, পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির যেভাবে দেশের বাইরে জনস্রোত তৈরি করতে সক্ষম হন, বাংলাদেশের তারকাদের মধ্যে একই রকম সাড়া তোলার ক্ষমতা আপাতত কেবল শাকিব খানের মধ্যেই আছে।

তিনি বলেন, “আমরা যখন বিদেশি তারকাদের আতিথেয়তা দিই, বিশেষভাবে মূল্যায়ন করি—বাংলাদেশি শিল্পীরা সেই মর্যাদা পান না। হানিয়াকে আমরা যতটা প্রায়োরিটি দিয়েছি, যদি সিস্টেম অনুযায়ী টিকিট কাটা হতো, তবে বিপুল ভিড় জমত। আমাদের তারকারা কি আদৌ সে পর্যায়ের মূল্যায়ন পান?”

শাকিব খানকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিদেশে জনতার আগ্রহের বিষয়টি উল্লেখ করে সেমন্তী বলেন, “এখন শাকিব খান দেশের বাইরে গেলে মানুষ উপচে পড়ে। কিন্তু আগে এমনটা দেখা যেত না। শাকিব খান ছাড়া আর কেউ গেলে কি এরকম ভিড় তৈরি হবে? হানিয়া আমিরের মতো দৃশ্য কি দেখা যাবে?”

অভিনেত্রী মনে করেন, দেশের শিল্পীদের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে আরও সম্মান, প্রচার ও মূল্যায়ন দরকার। তার ভাষ্যে, এ অবহেলার সংস্কৃতি বদল না হলে দেশের শিল্পীরা বৈশ্বিক প্ল্যাটফর্মে তাদের প্রকৃত অবস্থান অর্জন করতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *