October 27, 2025, 9:25 pm
Headline :

রোহিঙ্গা সংকট সমাধানে ঐতিহাসিক সম্মেলনে যোগ দিল বাংলাদেশ প্রতিনিধিদল

রোহিঙ্গা সংকট সমাধানে ঐতিহাসিক সম্মেলনে যোগ দিল বাংলাদেশ প্রতিনিধিদল

বাসস

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ প্রতিনিধিদল সোমবার সম্মেলনে যোগ দেয়।

এর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মিয়ানমারের রাখাইন রাজ্যের অবনতিশীল মানবিক পরিস্থিতি, কক্সবাজারে রোহিঙ্গাদের সহায়তা হ্রাস এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়।

অধ্যাপক ইউনূস জানান, গত ১৮ মাসে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা মানবিক সংকটকে আরও জটিল করেছে। তিনি আশা প্রকাশ করেন, এ ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলন থেকে একটি স্পষ্ট রোডম্যাপ বেরিয়ে আসবে এবং রোহিঙ্গাদের জন্য জরুরি তহবিল সংগ্রহে বৈশ্বিক সমর্থন জোরদার হবে।

গ্রান্ডি কক্সবাজারে সম্প্রতি আয়োজিত আঞ্চলিক সম্মেলনের প্রশংসা করেন, যেখানে প্রথমবারের মতো রোহিঙ্গা নেতারা সরাসরি আলোচনায় অংশ নেন। তিনি সংকটের স্থায়ী সমাধানের জন্য বৈশ্বিক শক্তিধর দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ইউএনএইচসিআর প্রধানকে জানান, এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৫০ হাজার রোহিঙ্গার শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page