January 9, 2026, 10:28 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

মৃত স্বামীর সম্পত্তি পেতে আদালতে দ্বিতীয় স্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

সাভারে মৃত স্বামী হায়দার হোসেন মল্লিকের সম্পত্তি পেতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ঢাকার আদালতে মামলা করেছেন দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে বাদী হয়ে তিনি এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।

এ মামলার আসামিরা হলেন- সামান্তা হায়দার, তার স্বামী মো. হারুন, তার ভাবি শিউলি ও ভাতিজা সায়েক মাহমুদ রাইয়ান। এদের মধ্যে সামান্তা হলেন মৃত হায়দার হোসেনের মেয়ে।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব বলেন, ৯ বছর আগে ভুক্তভোগী নারীর স্বামী মারা যান। তবে এতো বছর পার হলেও তিনি স্বামীর সম্পদের প্রাপ্য অংশ বুঝে পাননি। বিধবা মুসলিম নারীর সম্পত্তি আত্মসাৎ করা সম্পূর্ণভাবে ইসলামি শরিয়ত অনুযায়ী নিষিদ্ধ এবং এটি একটি গুরুতর অপরাধ। ইসলাম বিধবা নারীকে সম্পত্তির অধিকার নিশ্চিত করেছে, যেখানে তিনি মৃত স্বামীর সম্পত্তির একটি অংশ এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ প্রাপ্তির অধিকারী। এই অধিকার খর্ব করা বা সম্পত্তি আত্মসাৎ করা কেবল আইনত দণ্ডনীয়ই নয়, বরং ধর্মীয়ভাবেও চরম পাপ।

মামলার সূত্রে জানা গেছে, সাভারের হায়দার হোসেন মল্লিকের সঙ্গে ২০১০ সালে ভুক্তভোগী নাজমার পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর সাভারে স্বামীর বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। ২০১৭ সালে তার স্বামী মারা গেলে অন্যান্য ওয়ারিশরা তাকে বাসা থেকে বের করে দেন। জালিয়াতির মাধ্যমে তার প্রাপ্য সম্পদ বিক্রয় করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *