নিজস্ব প্রতিবেদক,
আগামী নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন। এ উপলক্ষে মুসলিম বিশ্বের প্রভাবশালী ছয় আলেম বাংলাদেশ সফরে আসছেন। সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমি। তিনি জানান, কমিটির আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরির আমন্ত্রণে মুসলিম বিশ্বের খ্যাতনামা এই আলেমরা ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগত আলেমদের মধ্যে রয়েছেন –পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানি (ভারত), ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি, মক্কা শরিফের আলেম মাওলানা ওমর হাফিজ মক্কি, এবং মাওলানা আবদুর রউফ মক্কি।
প্রস্তুতি জোরদার
মুফতি ইমরানুল বারী সিরাজী, যিনি খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মিডিয়া সমন্বয়ক, জানিয়েছেন যে সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি চলছে। অনুষ্ঠানটি খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে এবং সংরক্ষণ কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “দেশবাসীর সার্বিক সহযোগিতার মাধ্যমে এ সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে আমরা কাজ করছি। পীর সাহেব মধুপুরি সকল ঈমানদার মুসলিমদের উপস্থিত থেকে খতমে নবুওয়াতের পবিত্র আকিদা সংরক্ষণের আহ্বানে শরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন।”
আমন্ত্রণের প্রেক্ষাপট
সম্প্রতি মাওলানা ফজলুর রহমানের পাকিস্তানের বাসভবনে সৌজন্য সাক্ষাতে গিয়ে পীর সাহেব মধুপুরি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি ভারতের প্রভাবশালী আলেম মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি, মাওলানা আবুল কাসেম নোমানি এবং অন্যদের কাছেও আনুষ্ঠানিক দাওয়াত পৌঁছানো হয়। সবাই দাওয়াত গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।