October 27, 2025, 7:06 pm
Headline :

পিআরের জন্য দেশের মানুষ রক্ত দেয় নাই: কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ আজ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এখানো যারা পিআরের কথা বলছেন, পিআর এর জন্য কিন্তু দেশের মানুষ রক্ত দেয় নাই। পিআর এর জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় নাই। পিআর নিয়ে যারা দাবি করছেন- তারা অনেকেই জানেন না, পিআর কী জিনিস? 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের চানপুর এলাকায় রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসির প্র্যাকটিস করে, যারা পার্লামেন্টারি ডেমোক্রেসির উদ্ভাবক। তাদের দেশেও এখন পর্যন্ত কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হয় নাই। অস্ট্রেলিয়া, কানাডা, ভারত যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে তাদের দেশেও পিআর পদ্ধতিতে নির্বাচন হয় না। পিআর নিয়ে জামায়াতে ইসলামী ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য বাংলাদেশে অপপ্রয়াস চালাচ্ছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিতে হবে।

কুমারী পূজা নিয়ে কায়সার কামাল বলেন, কুমারী পূজা হলো নারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে শ্রদ্ধা করা। হিন্দুধর্মের শাস্ত্রে আছে প্রতিটি নারীর মধ্যেই দেবীশক্তি বিদ্যমান। এই পূজার মাধ্যমে সেই শক্তিকে সম্মান জানানোর জন্য কুমারী পূজা করা হয়। স্বামী বিবেকানন্দ ভারতের বেলুড় রামকৃষ্ণ মঠে প্রথম কুমারী পূজা প্রচলন করেন। এই দুর্গাপূজার মধ্য দিয়ে সবার মধ্যে সম্প্রীতি বিরাজমান হোক। 

তিনি বলেন, আমাদের এই দেশ অসাম্প্রদায়িক। এখানে সব ধর্মের মানুষেরই শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। প্রত্যেক মানুষই তার নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান পালন করবে এটাই স্বাভাবিক। আমরা সব ধর্ম-বর্ণের মানুষ নিয়ে শান্তিতে দেশে বসবাস করতে চাই। সব ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অনুজ চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোপেশ সরকার, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া প্রমুখ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page