স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ লা লিগায় দারুণ প্রত্যাবর্তন করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে কাতালানরা।
শনিবার মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদ ৫-২ গোলে হেরে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে বার্সা এক পয়েন্টের ব্যবধানে সবার ওপরে জায়গা করে নেয়। ৭ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ১৯ পয়েন্ট, রিয়ালের ১৮। আর মাত্র ৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে সোসিয়েদাদ।
ম্যাচের ৩১তম মিনিটে আন্দের বারেনেচিয়ার ক্রস থেকে আলভারো ওদ্রিওজোলা গোল করে সোসিয়েদাদকে এগিয়ে নেন। তবে বিরতির ঠিক আগে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে হেডে সমতায় ফেরান হুলেস কুন্দে।
দ্বিতীয়ার্ধে ইনজুরির কারণে একাদশে না থাকা কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল নামেন বদলি হয়ে। মাঠে নামার কয়েক মুহূর্তের মধ্যেই তার নিখুঁত ক্রস থেকে রবার্ট লেওয়ানডস্কি গোল করেন এবং দলকে এগিয়ে দেন।
শেষদিকে সোসিয়েদাদ কয়েকটি সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় হয়নি। ৮০তম মিনিটে তাকেফুসা কুবোর শট বারপোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং লা লিগার শীর্ষে উঠে আসে।