January 9, 2026, 10:07 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

পিছিয়ে পড়েও সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

পিছিয়ে পড়েও সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় দারুণ প্রত্যাবর্তন করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে কাতালানরা।

শনিবার মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদ ৫-২ গোলে হেরে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে বার্সা এক পয়েন্টের ব্যবধানে সবার ওপরে জায়গা করে নেয়। ৭ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ১৯ পয়েন্ট, রিয়ালের ১৮। আর মাত্র ৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে সোসিয়েদাদ।

ম্যাচের ৩১তম মিনিটে আন্দের বারেনেচিয়ার ক্রস থেকে আলভারো ওদ্রিওজোলা গোল করে সোসিয়েদাদকে এগিয়ে নেন। তবে বিরতির ঠিক আগে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে হেডে সমতায় ফেরান হুলেস কুন্দে।

দ্বিতীয়ার্ধে ইনজুরির কারণে একাদশে না থাকা কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল নামেন বদলি হয়ে। মাঠে নামার কয়েক মুহূর্তের মধ্যেই তার নিখুঁত ক্রস থেকে রবার্ট লেওয়ানডস্কি গোল করেন এবং দলকে এগিয়ে দেন।

শেষদিকে সোসিয়েদাদ কয়েকটি সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় হয়নি। ৮০তম মিনিটে তাকেফুসা কুবোর শট বারপোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং লা লিগার শীর্ষে উঠে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *