October 27, 2025, 7:02 pm
Headline :

নির্বাচন বিলম্বে সমালোচনা, কী বললেন ড. ইউনূস

নির্বাচন বিলম্বে সমালোচনা, কী বললেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালীন সময়ে তিনি বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমের আলাপে অংশ নিচ্ছেন। সম্প্রতি অনলাইন মাধ্যম জেটিও-র অনুষ্ঠান ‘মেহেদি আনফিল্টার্ড’-এ আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি রাজা হাসানের মুখোমুখি হয়ে তিনি নির্বাচন ও মানবাধিকার প্রসঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকারে মেহেদি হাসান উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের এক বছর পার হলেও জাতীয় নির্বাচন এখনো হয়নি। সরকার জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু দেশের একাংশের জনগণ অবিলম্বে ভোট চাইছে। সমালোচকদের মতে, আরও ছয় মাস অপেক্ষা করাটা দীর্ঘ সময়। নেপালের উদাহরণ টেনে তিনি প্রশ্ন করেন—বাংলাদেশ কেন ১৮ মাস সময় নিচ্ছে?

ড. ইউনূস বলেন, “জনগণ নানা কথা বলছে। কেউ বলছে পাঁচ বছর থাকুন, কেউ বলছে ১০ বছর থাকুন, আবার কেউ বলছে এখনই নির্বাচন দিন। আমরা কারও কথায় কাজ করছি না। আমাদের কাজ তিনটি—সংস্কার, বিচার ও নির্বাচন। শুধু নির্বাচন করে পুরোনো ব্যবস্থা রেখে দিলে আবারও দুর্নীতি ও স্বৈরতন্ত্র ফিরে আসবে। তাই কাঠামোগত সংস্কার আগে জরুরি।”

তিনি আরও যোগ করেন,“আমরা শুধু নির্বাচন করতে আসিনি। আমাদের লক্ষ্য হলো ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা, যাতে ভবিষ্যতে কেউ গণতন্ত্রের নামে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে।”

এ সময় সাংবাদিক মেহেদি হাসান প্রশ্ন করেন, “অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি আপনাদের?” জবাবে ইউনূস স্পষ্ট করেন, “আমরা শুরুতেই বলেছি, তিনটি কাজ করব—সংস্কার, বিচার ও নির্বাচন। এগুলো শেষ করেই আমরা বিদায় নেব। নির্বাচিত সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে এই কাঠামোগত পরিবর্তনের ভিত্তি গড়ে দেওয়া আমাদের দায়িত্ব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page