January 9, 2026, 10:28 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

“যখন আশা হারিয়েছিলাম, তখনই নতুন শুরু হলো” — শবনম ফারিয়া

“যখন আশা হারিয়েছিলাম, তখনই নতুন শুরু হলো” — শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনায় এসেছেন ব্যক্তিজীবনের কারণে। দ্বিতীয়বারের মতো ঘর বাঁধলেন তিনি। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এক সাদামাটা আয়োজনে মসজিদে সম্পন্ন হয় ফারিয়া ও তানজিম তৈয়বের বিয়ে।

বিয়ের পর থেকেই ভক্তদের কৌতূহল— কেন নতুন করে এমন সিদ্ধান্ত নিলেন ফারিয়া? সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি খোলামেলা কথা বলেছেন। ফারিয়ার ভাষায়, “জীবনের একপর্যায়ে আমি যখন একেবারে আশাহীন হয়ে পড়েছিলাম, ভেবেছিলাম এখানেই সব শেষ— ঠিক তখনই শুরু হলো এক নতুন অধ্যায়।”

তিনি জানান, স্বামী তানজিম ছোট ছোট বিষয়েও যত্নশীল। “মানুষের কষ্ট বা অসুবিধা খেয়াল করে সহায়তা করার যে মানসিকতা, তা আমি আগে খুব কমই পেয়েছি। কিন্তু এই মানুষটি সবসময় জিজ্ঞেস করেন— ‘তোমার অসুবিধা হচ্ছে? আমি করে দিই।’ এ বিষয়গুলো আমার কাছে অমূল্য,” বলেন ফারিয়া।

অন্যদিকে, তানজিম তৈয়ব জানান, বিনোদন জগতের সঙ্গে তার পরিচয় সীমিত ছিল। শবনম ফারিয়াকে তিনি জনপ্রিয় শিল্পী হিসেবে নয়, বরং একজন অসাধারণ মানুষ হিসেবেই চিনেছেন। তার ভাষায়, “ফারিয়া ডাউন টু আর্থ, সাহসী, বুদ্ধিদীপ্ত, প্রাণবন্ত এবং খুব যত্নশীল। প্রথম দেখাতেই আমি তার ভিন্ন কিছু খুঁজে পাই।”

দম্পতির এই খোলামেলা ভিডিও দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মন্তব্যে তাদের জন্য ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

প্রসঙ্গত, প্রথম সংসার ভাঙার প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসেন শবনম ফারিয়া। বিয়ের প্রসঙ্গে এর আগে তিনি বলেছিলেন, এ বিষয়ে তার অনুভূতি সবসময়ই জটিল এবং ভয় মিশ্রিত।

রাজশাহীর সন্তান তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *