October 27, 2025, 7:07 pm
Headline :

এলডিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ

এলডিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে।

বৈঠকে তৌহিদ হোসেন বলেন, বৈশ্বিক নানা সংকট স্বল্পোন্নত দেশগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে দোহা প্রোগ্রাম অব অ্যাকশন দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

তিনি জোর দিয়ে উল্লেখ করেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আন্তর্জাতিক সহায়তা জোরদার, বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page