January 9, 2026, 10:29 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

২০ লাখ টাকা লোকসান পেরিয়ে আবারো সিনেমায় ফিরছেন পপি

২০ লাখ টাকা লোকসান পেরিয়ে আবারো সিনেমায় ফিরছেন পপি

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন পর আবারো চলচ্চিত্রে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। তবে এবার তিনি ফিরছেন অভিনয়ে নয়, প্রযোজক হিসেবে। ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে চমকপ্রদ খবর।

ক্যারিয়ারের এক পর্যায়ে প্রযোজনার কাজেও হাত দিয়েছিলেন পপি। মনোয়ার খোকনের পরিচালনায় ‘কিডন্যাপ’, ‘জীবন মানেই যুদ্ধ’সহ কয়েকটি ছবিতে অর্থায়ন করেছিলেন তিনি। কিন্তু সেসব ছবিতে লাভের মুখ না দেখে প্রায় ২০ লাখ টাকা লোকসানের শিকার হন। তবুও হাল ছাড়েননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি বলেন, “অভিনয়ে আর ফেরা হবে না, এটা নিশ্চিত। তবে আমার অসমাপ্ত কিছু কাজ শেষ করব। এরপর নতুনভাবে ফিরব প্রযোজক হয়ে।”

তিনি আরও যোগ করেন, “প্রযোজনার প্রতি আমার আগ্রহ বরাবরই ছিল। ভালো গল্পে যুক্ত থাকতে পারলেই আমার ভালো লাগে। দীর্ঘদিনের অভিনয়জীবন আমাকে অনেক অভিজ্ঞতা দিয়েছে। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই সিনেমা প্রযোজনায়।”

কিছুদিন আগে পপি হঠাৎ আলোচনায় আসেন ব্যক্তিজীবনের কারণে। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর জানা যায়, তিনি সংসারী হয়েছেন এবং এক পুত্র সন্তানের মা। তখন থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন ছিল—পপি কি আর সিনেমায় ফিরবেন? সেই প্রশ্নের জবাব দিলেন তিনি প্রযোজনার মাধ্যমে ফিরে আসার ঘোষণা দিয়ে।

নায়িকা হিসেবে অসংখ্য হিট ছবি উপহার দেওয়া ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এই তারকা এখন নতুনভাবে ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন। পপির বিশ্বাস, সঠিক গল্পে বিনিয়োগ করতে পারলে এবার আর্থিক সফলতাও আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *