January 9, 2026, 10:29 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

নায়িকা শাবনূরকে নিয়ে যা জানালেন পূর্ণিমা

নায়িকা শাবনূরকে নিয়ে যা জানালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক

সামাজিক মাধ্যমে আবারও ভাইরাল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার একটি পুরনো সাক্ষাৎকার। সেই ভিডিওতে শাবনূরকে ঘিরে তার কিছু মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে ঢালিউডের সোনালি যুগের নায়িকাদের প্রতিযোগিতা ও সম্পর্কের গল্প।

ইন্টারভিউতে পূর্ণিমা বলেন, “তখন ফেরদৌস কিংবা আমিন খান কোনো নায়িকার সঙ্গে স্থায়ী রোমান্টিক জুটি গড়তে পারছিলেন না। পুরো ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু ছিলেন শাবনূর আপু। সবাই তার সঙ্গে কাজ করতে ব্যস্ত ছিলেন।”

তিনি জানান, নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় কিংবদন্তি নায়ক মান্নার সঙ্গে জুটি গড়েন তিনি। পূর্ণিমার ভাষায়, “মান্না ভাই নিজেই আগ্রহ দেখিয়েছিলেন। আমরা একসঙ্গে কাজ শুরু করি, ছবিগুলোও হিট হয়।”

তবে পূর্ণিমার দাবি, তাদের সাফল্যের পর শাবনূরও মান্নার সঙ্গে জুটি বাঁধার আগ্রহ প্রকাশ করেন। এরপর তৈরি হয় নতুন প্রতিযোগিতা ও নতুন পরিকল্পনার ধারা।

ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। কেউ কেউ পূর্ণিমার খোলামেলা স্বভাবকে সাধুবাদ জানাচ্ছেন, আবার অনেকে বিষয়টিকে ‘পুরনো প্রসঙ্গ তুলে আলোচনায় আসার চেষ্টা’ বলে সমালোচনা করছেন।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এ ধরনের স্মৃতিচারণ শুধু বিতর্ক নয়, বরং ঢাকাই সিনেমার অতীতকে বোঝার একটি মূল্যবান উপাদান। এতে উঠে আসে তারকাদের ক্যারিয়ার গঠনের বাস্তবতা ও জুটি গঠনের অন্তরালের গল্প।

যদিও শাবনূর বা পূর্ণিমা কেউই এ বিষয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া দেননি, তবে ভাইরাল হওয়া ক্লিপটি দর্শকদের আবারও ফিরিয়ে নিয়েছে ঢালিউডের সোনালি সময়ের স্মৃতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *