নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণকে ন্যায্য দাবি আদায়ের জন্য আর রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর অর্ধশতাব্দী ধরে তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে পূর্বের সরকারগুলো। জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চায়।
শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, যারা শিক্ষা পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে। এজন্য দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়নি। জামায়াত ক্ষমতায় গেলে এমন শিক্ষা চালু করা হবে যা মানুষকে মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
তিনি জানান, উন্নয়নের ‘বুলেট ট্রেন’ সম্ভব না হলেও, ‘এক্সপ্রেস ট্রেন’ চালু করা অবশ্যই সম্ভব। পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে, তা সরকারের সমালোচনামূলক হলেও।
জামায়াত আমির আরও প্রতিশ্রুতি দেন—নৈতিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয় তৈরি করা হবে, যাতে কেউ বেকার না থাকে। ডিগ্রির ভিত্তিতে নয়, বরং কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতে মর্যাদা দেওয়া হবে।
দুর্নীতিবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, সার্ভিসের দায়িত্ব ও কাজের গভীরতার ভিত্তিতে বেতন কাঠামো নির্ধারণ করা হবে। দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যদিও এতে অনেকের অস্বস্তি হতে পারে।