বিনোদন ডেস্ক
বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার নতুন পরিচয়ে আলোচনায়। গানের পাশাপাশি এবার তিনি যুক্ত হচ্ছেন ক্রীড়া সংগঠনে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচনে দাঁড়ানোর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদেও প্রার্থী হচ্ছেন এই গায়ক।
বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত আসিফ নব্বইয়ের দশকের শুরুতে ছিলেন ক্রিকেটার। স্কুল-কলেজ জীবনে কুমিল্লার হয়ে লিগ ও আন্তঃকলেজ প্রতিযোগিতায় অধিনায়কত্ব করেছেন। এমনকি ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়েও খেলেছেন তিনি। পরে ক্রিকেটকে ছেড়ে গানকে বেছে নিলেও মাঠের প্রতি টান আজও রয়ে গেছে তার মধ্যে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে কনসার্ট ব্যস্ততায় থাকা আসিফ আকবর বলেন, “কুমিল্লার ক্রিকেটের স্বর্ণযুগ ছিল একসময়। এখন সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। বিসিবিতে সুযোগ পেলে সবার আগে কুমিল্লার ক্রিকেটকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করব। শুধু কুমিল্লা নয়, পুরো চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় প্রতিভাবান খেলোয়াড় আছে, তাদের জন্য কাজ করতে চাই।”
তিনি আরও জানান, তরুণ প্রজন্মকে মাঠমুখী করাই তার প্রধান লক্ষ্য। আসিফের মতে, কিশোরদের খেলাধুলা থেকে দূরে ঠেলে দেওয়ার কারণেই মাদক ও গ্যাং সংস্কৃতির বিস্তার ঘটছে। তিনি বলেন,
“আমরা সন্তানদের মাঠ দিই না, অথচ বাইরে থেকে দল এনে স্টেডিয়াম ভাড়া দিই। মাঠ ফেরত দিতে পারলেই তরুণ সমাজকে সঠিক পথে আনা সম্ভব।”
আসিফ আকবর নিজে কাউন্সিলর হওয়ার আগ্রহী ছিলেন না। কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার-সংগঠকদের অনুরোধেই তিনি শেষ পর্যন্ত দায়িত্ব নেন। এখন সেই ধারাবাহিকতায় বিসিবির নির্বাচনেও অংশ নিচ্ছেন।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন তিনি। এদিকে শো মঞ্চেও দারুণ ব্যস্ত আসিফ—মোট ১৪টি শো এর মধ্যে ইতোমধ্যে দুটি শেষ করেছেন, বাকি ১২টি সামনে অপেক্ষায়।
শনিবার থেকে বিসিবির পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং রোববার জমা দিতে হবে মনোনয়ন।