স্টাফ রিপোর্টার
অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনকে রাজধানীর পূর্বাচল সেক্টর ওয়ান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ফেসবুক পেজে দুটি পোস্টে মামুনের অবস্থান ও উদ্ধারের খবর জানানো হয়।
এক পোস্টে বলা হয়, “কয়েকদিন আগে নিখোঁজ হওয়া মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদের কাছে আছেন। আমরা তাকে উদ্ধারে যাচ্ছি।” পরবর্তী পোস্টে জানানো হয়, তাকে উদ্ধার করে উত্তরায় আনা হয়েছে এবং একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংগঠনের ভাষ্যমতে, তিনি এখনও ট্রমায় আছেন।
এর আগে মামুনের পরিবার অভিযোগ করেছিল, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে অপহরণের হুমকি দেওয়া হয়। এরপর সোমবার ভোরে তিনি উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ওইদিনই তুরাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়।