October 27, 2025, 4:45 pm
Headline :

পিআর ও প্রতীক ইস্যু নির্বাচনে বাধা নয়: ইসি আনোয়ারুল

পিআর ও প্রতীক ইস্যু নির্বাচনে বাধা নয়: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালুর দাবি কিংবা কোনো রাজনৈতিক দলের প্রতীকসংক্রান্ত জটিলতা ভোট আয়োজনকে প্রভাবিত করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। কর্মশালার বিষয় ছিল— ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়।’

ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইন অনুযায়ীই সব কার্যক্রম চলছে এবং চলবে। আইনের বাইরে গিয়ে কমিশন কোনো সিদ্ধান্ত নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন সবসময় প্রস্তুত।”

তিনি আরও জানান, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় এবার যেসব কর্মকর্তা নির্বাচনে অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে, তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হবে না।

কর্মশালায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page