অনলাইন ডেস্ক
নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)। সভায় মেটলাইফ, শেভরন এবং এক্সিলারেটসহ মার্কিন ব্যবসায়ীরা অংশ নেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গে থাকা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতাকেও এ সভায় উপস্থাপন করা হয়, যাতে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে তাদের পরিচিতি ও সুসম্পর্ক তৈরি হয়।
এ বৈঠকে অংশ নেন ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স করপোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিসওয়ালসহ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যবসায়ী নেতারা।
প্রেস সচিব আরও জানান, নির্বাচন পরবর্তী সময়ে গণতান্ত্রিক সরকার গঠনের পর মার্কিন বিনিয়োগকারীরা যেন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারেন, প্রধান উপদেষ্টার উদ্যোগ তারই অংশ।