বিনোদন ডেস্ক,
বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান জানিয়েছেন, তিনি জীবনের দীর্ঘ এক ভয়ংকর সময় পার করেছেন বিরল স্নায়ুরোগ ট্রাইজেমিনাল নিউরালজিয়া বা ‘সুইসাইড ডিজিজ’-এর সঙ্গে লড়াই করে।
সম্প্রতি প্রাইম ভিডিওর অনুষ্ঠানে আমির খানের সঙ্গে উপস্থিত হয়ে সালমান বলেন, সাত বছরেরও বেশি সময় ধরে প্রতি কয়েক মিনিট পর পর তীব্র যন্ত্রণায় ভুগতে হতো তাকে। এমনকি নাশতা খেতেও লেগে যেত ঘণ্টার পর ঘণ্টা।
প্রথমে দাঁতের সমস্যা ভেবে চিকিৎসা শুরু হলেও পরে জানা যায়, আসল কারণ ছিল নার্ভের জটিলতা। প্রতিদিন উচ্চ মাত্রার পেইনকিলার খাওয়ার পরও স্বস্তি মেলেনি। অবশেষে গামা নাইফ সার্জারির মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।
সালমান জানান, এই রোগে আক্রান্ত হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। তবে চিকিৎসার অগ্রগতির কারণে এখন সেরে ওঠা সম্ভব। তার সৌভাগ্য, চিকিৎসকদের প্রত্যাশার চেয়েও ভালোভাবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন।
অভিনেতা আরও জানান, তার মস্তিষ্কে ব্রেইন অ্যানিউরিজম ও আর্টেরিওভেনাস ম্যালফরমেশন রয়েছে, যা নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হয়। তবু তিনি কৃতজ্ঞ যে নতুন করে জীবন ফিরে পেয়েছেন।