অনলাইন ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, “তারেক রহমান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত তাদেরও নেতা হবেন। আমি আগেও বলেছি, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দেবেন।”
তিনি অভিযোগ করে বলেন, “নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি মহাসচিবসহ নেতাদের আওয়ামী লীগ কর্মীরা যে আচরণ করেছে তা ন্যাক্কারজনক। আওয়ামী লীগের ইতিহাস জনগণের পক্ষে নয়, প্রতিহিংসার রাজনীতির দিকেই তাদের ঝোঁক।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগেই। সিটের তুলনায় মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ বেশি। শেষ পর্যন্ত জনপ্রিয়তা, জরিপ ও স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতেই প্রার্থী নির্ধারণ করা হবে।