October 27, 2025, 4:45 pm
Headline :

আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতের ইন্ধনের অভিযোগ রিজভীর

আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতের ইন্ধনের অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে জামায়াতে ইসলামী ইন্ধন দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে এলে দেশ ফের স্বৈরাচারের জাঁতাকলে পিষ্ট হবে এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের আগ্রহ এবং ভারতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ইঙ্গিত থেকে বোঝা যায়—জামায়াতের ভিন্ন কোনো লক্ষ্য রয়েছে। তার অভিযোগ, অতীতে শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত গণহত্যার নির্দেশনার পেছনে ভারতের মদদ ছিল।

এ সময় সম্প্রতি অনুষ্ঠিত ভোট জরিপ নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, “জরিপ নিয়ে আপাতত বিএনপির কোনো ভাবনা নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page