বিনোদন ডেস্ক
জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নির্মিত এই নাটকে তিনি ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন, যাকে দেখা যাবে কনে রূপে।
শুটিং চলাকালে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তানিয়া বলেন, “অনেক বছর পর ধারাবাহিক নাটকে কাজ করছি। গল্পটা পারিবারিক এবং ভীষণ সুন্দর। তাই কাজ করতে ভালো লাগছে।”
বিয়ের দৃশ্যে অভিনয় প্রসঙ্গে তিনি জানান, আগেও অনেকবার অন-স্ক্রিন কনের চরিত্রে দেখা গেছে তাকে। তবে প্রতিটি চরিত্র আলাদা হওয়ায় কাজের অভিজ্ঞতাও ভিন্ন হয়ে দাঁড়ায়।
এবার কথা আসে বিয়ের আগের দিনের অনুভূতি নিয়ে। তানিয়া বলেন, “যদি ভালোবাসার মানুষের সঙ্গে হয় তাহলে বিয়ের আগের দিনের অনুভূতি অসাধারণ। আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, যেমন এই নাটকের গল্পে—তাহলে একদিকে নার্ভাসনেস, আবার অন্যদিকে এক্সাইটমেন্ট কাজ করে। কারণ নতুন একটা পরিবারে যাওয়া, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়টা বড় চ্যালেঞ্জ।”
তানিয়ার ভাষায়, পরিবারের পরিচিত পরিবেশ ছেড়ে নতুন জায়গায় মানিয়ে নেওয়ার অনিশ্চয়তাই বিয়ের আগের দিনের নার্ভাসনেসের আসল কারণ।