অনলাইন ডেস্ক:
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্যরা ডিম হামলা ও গালিগালাজের শিকার হন। এ ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মুখে পড়েন তিনি ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। পরদিন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তাসনিম জারা লিখেছেন, “ওনারা ভেবেছিলেন ডিম ছুঁড়ে আর গালি দিয়ে আমাদের ছোট করবেন। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানেই পরাজয় মেনে নেওয়া।”
তিনি আরও লেখেন, “ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি গড়ব।” মর্যাদার রাজনীতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন—
সাধারণ মানুষ নির্ভয়ে মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন।
নাগরিক ঘুষ ছাড়াই সরকারি অফিসে সম্মান পাবেন।
রোগী ভিআইপি না হয়েও সেবা পাবেন।
রাজনীতিবিদরা প্রভু নয়, সেবক হবেন।
নারী রাস্তায়, বাসে কিংবা অনলাইনে নিরাপদ থাকবেন।
শিক্ষার্থী মিছিলে গিয়ে গুলির শিকার হবেন না।
ডা. তাসনিম জারা জোর দিয়ে বলেন, মর্যাদার রাজনীতি মানে হচ্ছে—বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ দিয়ে কিংবা অপমান করে চুপ করানো যাবে না।