স্পোর্টস ডেস্ক
ম্যাচের একেবারে শুরুতে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। নতুন বলে দারুণ ধার দেখান তানজিম হাসান সাকিব, প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। এরপর স্পিন আক্রমণে এসে নাসুম আহমেদও নিয়ন্ত্রণ বজায় রাখেন। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু উইকেটের পেছনে সহজ একটি ক্যাচ হাতছাড়া করেন জাকের আলি।
সেই জীবন পেয়েই ভয়ঙ্কর হয়ে ওঠেন অভিষেক শর্মা। নাসুমকে টানা দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে শুরু করেন ঝড়। এর পর থেকে ভারতীয় ব্যাটারদের ব্যাটে ছড়ায় আগ্রাসন। ৩ ওভারে মাত্র ১৭ রান করা ভারত পরের তিন ওভারে তুলে নেয় ৫৫ রান। ফলে পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭২ রান।
পাওয়ার প্লে শেষ হতেই স্বস্তির দেখা মেলে বাংলাদেশের। সপ্তম ওভারে প্রথম আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দেন লেগস্পিনার রিশাদ হোসেন। শুবমান গিল আক্রমণে গিয়ে ক্যাচ দেন তানজিম হাসান সাকিবের হাতে। আউট হওয়ার আগে ১৯ বলে করেন ২৯ রান।
তবে অপরপ্রান্তে দাঁড়িয়ে নিজের ফিফটি পূর্ণ করেন অভিষেক শর্মা। মাত্র ২৫ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। নবম ওভারে আবারও আঘাত হানেন রিশাদ। এবার মাত্র ২ রান করে ফেরেন শিবম দুবে।
৯ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৯১ রান।