অনলাইন ডেস্ক:
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়ালার সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডব্লিউটিও মহাপরিচালক বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “ডব্লিউটিওকে সংস্কার করতে হবে। আমার আপনার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমি আপনার নেতৃত্ব চাই।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সংস্থাটিকে নেতৃত্বে আসতে হবে। বাংলাদেশও অর্থবহ পরিবর্তনের পক্ষে তার কণ্ঠ তুলতে প্রস্তুত।
এ সময় জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, বিশেষ দূত লুৎফী সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
ডব্লিউটিও প্রধান আরও উল্লেখ করেন, ব্যাপক উদ্বেগ থাকলেও বিশ্ব বাণিজ্য এখনও স্থিতিশীল রয়েছে। তিনি জেনেভাভিত্তিক সংস্থাটির সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থনও কামনা করেন।
বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ২০২৬ সালের শেষের দিকে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।