স্টাফ রিপোর্টার
আন্দোলন দমনে কঠোর নির্দেশনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্দোলনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় এ অডিও শোনানো হয়।
৫৩ নম্বর সাক্ষী হিসেবে বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা আদালতে জবানবন্দি দেন। তিনি জানান, শেখ হাসিনার তিনটি মোবাইল নম্বরের কল রেকর্ডসহ মোট ৬৯টি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে।
উপস্থাপিত একটি ফোনালাপে সাবেক দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপসকে শেখ হাসিনা বলেন, “আমার ওপেন নির্দেশনা দেওয়া আছে। এখন মারণাস্ত্র ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে।”
কথোপকথনের আরেক পর্যায়ে শেখ হাসিনা অভিযোগ করেন, আন্দোলনকারীরা বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। তিনি বলেন, “আমি বলেছি যা যা পোড়াতে, তারা উল্টো সেতু ভবন পুড়িয়ে দিয়েছে।” এসময় তাপস জানান, রাতে আরও বড় ধরনের হামলা হতে পারে এবং গুলশান-বনানী এলাকায় কর্মীরা সক্রিয় রয়েছে।
প্রসিকিউটর মিজানুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে বলেন, অডিওতে স্পষ্ট যে শেখ হাসিনা নিজেই অগ্নিসংযোগের নির্দেশ দিয়েছেন। তবে তার নির্দেশিত স্থাপনার পরিবর্তে অন্য জায়গায় আগুন দেওয়া হয়েছে।
এদিন আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ান প্রমুখ। এছাড়া সকালে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে আনা হয় এবং তার উপস্থিতিতে সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা হয়।