October 27, 2025, 4:43 pm
Headline :

হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি, কারও ভাঙা ডিমে কিছুই আসে যায় না: আখতার

হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি, কারও ভাঙা ডিমে কিছুই আসে যায় না: আখতার

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তিনি দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছেন। আখতার বলেন, “আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। তাই কারও ভাঙা ডিমে কিছুই আসে যায় না।”

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আখতার অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতেও তাদের ওপর এ ধরনের আক্রমণ চালিয়েছে। তিনি বলেন, “দেশেও আমরা তাদের হামলার লক্ষ্যবস্তুতে থাকি। কিন্তু তাতে আমরা ভয় পাই না। মানুষ অতীতে সাহসের সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।”

এর আগে হোটেলে পৌঁছালে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে আখতার আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশে “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দেন। এ সময় আরও স্লোগান ওঠে—“ওয়ান টু থ্রি ফোর, ফ্যাসিবাদ নো মোর”, “মুজিববাদ মুর্দাবাদ”, “শেখ হাসিনার বিচার চাই” ইত্যাদি।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুক্ষণ পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নেতা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দেন আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা।

এ সময় আখতারকে লক্ষ্য করে কয়েকজন কর্মী ডিম নিক্ষেপ করেন এবং ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। পরে পুলিশের সহায়তায় তারা নিরাপদে এলাকা ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page