October 28, 2025, 1:19 pm
Headline :
১,৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক হয়ে গিনেস রেকর্ড করেছেন হায়দ্রাবাদের মনীশ ধামেজা জেলার দাবিতে ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ: ৩ কিশোর গ্রেপ্তার, ১৫০ অজ্ঞাত আসামি মামলা কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণ স্থগিত স্ট্রোক করে হাসপাতালে হাসান মাসুদ পাল্টা সিটি ইউনিভার্সিটির কাছে ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের সংবিধান সংস্কারে গণভোটের পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন টি–টোয়েন্টির সর্বোচ্চ রানের সিংহাসনের কাছে বাবর আজম ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়াল, রাশিয়া থেকে সম্পূর্ণ না থেমেও বৈচিত্র্য নিশ্চিত জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিওর পর তরুণী গ্রেফতার গুপ্ত ক্যামেরায় জুয়ার প্রতারণা, হার মানাবে হলিউডকেও

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

জেডটিভিবাংলা ডিজিটাল ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত ও ভারতের রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। দেশ পুরোপুরি প্রস্তুত।” এ সময় সার্জিও গোর তার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের এ উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।

বৈঠকে বাণিজ্য, সার্কের পুনরুজ্জীবন, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা-সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ইউনূস এক মিলিয়নের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। জবাবে মার্কিন পক্ষ জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয়।

অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার সার্ককে সক্রিয় করার চেষ্টা করছে, যা এক দশকেরও বেশি সময় ধরে শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারেনি। তিনি আসিয়ানে যোগদানের আগ্রহও প্রকাশ করেন এবং বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। এছাড়া নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এদিন বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা ইউনূস। সফরে তার সঙ্গে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা, বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

সরকারের অগ্রবর্তী দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে তিনি জানান, নিউইয়র্ক সফরে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে।

তৌহিদ হোসেন আরও জানান, আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর তিনি অভিবাসী সমাবেশে বক্তব্য রাখবেন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও।

উল্লেখ্য, জাতিসংঘের ৮০তম বার্ষিক সাধারণ অধিবেশনের প্রতিপাদ্য হলো: “বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page