January 9, 2026, 10:27 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

প্রতারণার অভিযোগে অনন্ত জলিল-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে অনন্ত জলিল-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া। গত ২০ আগস্ট তিনি সাভার মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে অনন্ত জলিল ও বর্ষার পাশাপাশি রয়েছেন এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামি আকরাম। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে ১৬ সেপ্টেম্বর মুনির জামিন পান। তবে অনন্ত জলিল ও বর্ষা এখনো জামিনের আবেদন করেননি।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় নেন আকরাম, মুনির ও কামরুল। কাপড়ের দাম ধরা হয় ১০ লাখ টাকা। কিন্তু এলসি না খুলে বারবার তারিখ পরিবর্তন করে অর্থ পরিশোধে টালবাহানা করেন তারা।

অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুর রহিম রাব্বি টেক্সটাইলের চালানের মূল কপি জোর করে রেখে দেন। চালান ফেরত চাইতে গেলে টেক্সটাইলের প্রতিনিধিদের নানা অজুহাত দেখিয়ে অফিসে প্রবেশে বাধা দেওয়া হয় এবং মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *