October 28, 2025, 1:16 pm
Headline :
১,৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক হয়ে গিনেস রেকর্ড করেছেন হায়দ্রাবাদের মনীশ ধামেজা জেলার দাবিতে ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ: ৩ কিশোর গ্রেপ্তার, ১৫০ অজ্ঞাত আসামি মামলা কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণ স্থগিত স্ট্রোক করে হাসপাতালে হাসান মাসুদ পাল্টা সিটি ইউনিভার্সিটির কাছে ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের সংবিধান সংস্কারে গণভোটের পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন টি–টোয়েন্টির সর্বোচ্চ রানের সিংহাসনের কাছে বাবর আজম ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়াল, রাশিয়া থেকে সম্পূর্ণ না থেমেও বৈচিত্র্য নিশ্চিত জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিওর পর তরুণী গ্রেফতার গুপ্ত ক্যামেরায় জুয়ার প্রতারণা, হার মানাবে হলিউডকেও

নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

জেডটিভিবাংলা ডিজিটাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিহত কর্মকর্তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে দিদারুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় পরিবারের হাতে সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাতিজা আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

দিদারুল ইসলামের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, “পত্রিকায় খবরটি পড়ে হতবাক হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কীভাবে এমন হলো। টেলিভিশনে তার শেষ বিদায়ের সময় হাজারো মানুষের ভিড় দেখেছি—তিনি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান পেয়েছেন। নিউইয়র্কে আসার পরিকল্পনার মধ্যেই ঠিক করেছি, আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করব।”

পরিবারের সদস্যরা জানান, দিদারুল ইসলাম ২০২১ সালে নিউইয়র্ক পুলিশে যোগ দেন এবং ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা হিসেবে তিনি দ্রুতই পরিচিতি পান।

উল্লেখ্য, গত ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান দিদারুল ইসলাম। হামলাকারী বহুতল ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর সময় দিদারুল সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করতে গিয়ে নিহত হন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে। নিহত দিদারুল ইসলামের শরীরে আট থেকে দশটি বুলেটের আঘাতের চিহ্ন ছিল বলে তার পরিবার জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page