স্পোর্টস ডেস্ক:
নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। তবে প্রতিপক্ষের নাম জানা যায় সোমবার (২২ সেপ্টেম্বর) ভারত–পাকিস্তান ম্যাচ শেষে। সেই লড়াইয়ে নির্ধারিত হয়েছে সেমিফাইনালের দুই জুটি—বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে, আর ভারতের প্রতিপক্ষ হবে নেপাল।
শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে ভারত ৩–২ গোলে হারায় পাকিস্তানকে। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত, রানার্সআপ পাকিস্তান।
অন্যদিকে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ পেয়েছে ‘বি’ গ্রুপ রানার্সআপ পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে।
সেমিফাইনালের সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বিকেলে বাংলাদেশ–পাকিস্তান মুখোমুখি হবে। একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ভারত–নেপাল ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর।