বিনোদন ডেস্ক
অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে কখনো নাটকে, কখনো মডেলিং কিংবা সিনেমায় দেখা গেছে নতুন নতুন চমক নিয়ে। বলিউডে পদচারণা আর কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে তিনি পৌঁছে গেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও।
তবে আলোচনার মঞ্চে যেমন জায়গা করে নেন, তেমনি সমালোচনার মুখেও পড়েন বাঁধন। একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ছড়ানো হয়েছিল ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা র’-এর এজেন্ট’ তকমা। এবার নতুন করে তাকে নিশানা করেছে সাইবার বুলিরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বাঁধন লিখেছেন, “আমি জীবনের সেরা সময় কাটাচ্ছি। আমাকে গালি দেওয়ার শব্দভাণ্ডারও আপগ্রেড হয়েছে—এবার নতুন শব্দ হলো ‘নাগিন’!”
তিনি আরও মজার ছলে যোগ করেন, “মানুষ আমাকে অনেক নামে ডেকেছে, তবে এই নামটা একেবারেই নতুন। আর সত্যি বলতে ‘নাগিন’ নামটা আমার বেশ পছন্দ হয়েছে। সবাই সাবধান, শহরে নাগিন আজমেরী হক।”

তার এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ হাস্যরসে সাড়া দিচ্ছেন, আবার কেউ মানসিক সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিচ্ছেন।