নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী গুরুতর দগ্ধ হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়। পরে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতরা হলেন ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ, মো. নুরুল হুদা, জান্নাতুল নাঈম, জয় হাসান ও আরও একজন। তিনি বলেন, “পাঁচজনেরই অবস্থা গুরুতর। সবার জন্য জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তবে কার কত শতাংশ দগ্ধ হয়েছেন তা এখনো নির্ধারণ করা যায়নি।”
এদিকে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস বা স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।