নিজস্ব প্রতিবেদক
এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় টাইগাররা। এ জয়ে সুপার ফোরে দারুণ সূচনা করল সাকিব আল হাসানের দল।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। এছাড়া আসালঙ্কা করেন ২১ রান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। এছাড়া শেখ মেহেদি ২টি ও তাসকিন আহমেদ ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১ রানে তানজিদ হাসান তামিম আউট হয়ে যান শূন্য রানে। এরপর লিটন দাস ও সাইফ হাসান গড়েন ৫০ রানের জুটি। তবে ২৩ রান করে লিটন আউট হলে ভাঙে সেই জুটি।
এরপর ইনিংস গড়েন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। দুইজনই খেলেন দারুণ ইনিংস। হৃদয় ৪৫ বলে করেন ৬১ রান, যা তার ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। সাইফ হাসান করেন ৫৮ রান। শেষদিকে শামীম পাটোয়ারীর ১৪ রানের অপরাজিত ইনিংসে নিশ্চিত হয় জয়।
শেষ ওভারে দু’টি উইকেট হারালেও ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ও শানাকা ২টি করে উইকেট নেন।