অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভবিষ্যৎ ঘটনা পূর্বাভাসে মানুষের চেয়ে এগিয়ে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ব্রিটিশ স্টার্টআপ ম্যান্টিক এআই (Mantic AI) মেটাকুলাস কাপ প্রতিযোগিতায় অষ্টম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা গুগল ডিপমাইন্ডের এক সাবেক গবেষক।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৬০টি ঘটনার সম্ভাবনা পূর্বাভাস দিতে হয়। বিষয়গুলোর মধ্যে ছিল—ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্ব কিংবা কনজারভেটিভ পার্টির নেতৃত্ব পরিবর্তনের মতো ঘটনা। বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, এআই মানুষের গড় পারফরম্যান্সের সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু ম্যান্টিক এআই তা দ্বিগুণেরও বেশি—৮০ শতাংশ নির্ভুলতায়—পূর্বাভাস দিয়ে চমক দেখিয়েছে। ফলে অভিজ্ঞ মানব পূর্বাভাসকারীরাও এআই-এর নিচে অবস্থান নিয়েছেন।
মেটাকুলাসের প্রধান নির্বাহী ডেগার তুরান একে ‘চমকপ্রদ সাফল্য’ বলে মন্তব্য করেছেন। ম্যান্টিকের সহ-প্রতিষ্ঠাতা টবি শেভলেন জানান, ভবিষ্যৎ পূর্বাভাস কেবল তথ্য ফিরিয়ে দেওয়া নয়, এতে মৌলিক চিন্তাশক্তি প্রয়োজন। আর তাদের মডেল অনেক ক্ষেত্রেই মানুষের চেয়ে মৌলিক পূর্বাভাস দিতে সক্ষম হয়েছে।
ম্যান্টিক এআই কাজ ভাগ করে বিভিন্ন মেশিন-লার্নিং মডেলের কাছে পাঠায়—যেমন ওপেনএআই, গুগল বা ডিপসিক। প্রতিটি মডেলকে নির্দিষ্ট দক্ষতার ভিত্তিতে কাজ দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, এআই যত নির্ভুলভাবে ভবিষ্যৎ পূর্বাভাস দিতে পারছে, ততই এটি মানব-সমমান কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই)-এর দিকে এগোচ্ছে। গুগল ডিপমাইন্ডের এক গবেষণাপত্রে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যেই এজিআই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণ এআই যেখানে সীমাবদ্ধ নির্দিষ্ট কাজে, সেখানে এজিআই মানুষের মতো বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান বুঝে, শিখে এবং প্রয়োগ করতে পারবে—যা প্রযুক্তি জগতে এক বিপ্লব বয়ে আনতে পারে।