বিনোদন ডেস্ক
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় নতুন ছবিতে হাজির হচ্ছেন এক অভিনব চরিত্রে। পরিচালক শৌর্য দেবের প্রথম সিনেমা ‘প্রোমোটার বৌদি’-তে তাকে দেখা যাবে একজন নারী প্রোমোটারের ভূমিকায়। সম্প্রতি সেই ছবির প্রসঙ্গে স্বস্তিকা সামাজিক মাধ্যমে ‘বৌদি’ শব্দের কুরুচিকর ব্যবহার নিয়ে মন্তব্য করেছেন।
স্বস্তিকা বলেন, “‘বৌদি’ খুবই মিষ্টি সম্বোধন। পরিবারে এবং নিজের পাড়ার সবাই এই শব্দ ব্যবহার করে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর অর্থে ব্যবহার করা হয়, সেটা ঠিক নয়। আমার চরিত্রটিও সেই পরিবারের এক প্রেক্ষাপটের অংশ, আর পেশায় প্রোমোটার হওয়ায় নামটা ‘প্রোমোটার বৌদি’।”
তিনি আরও জানান, ছবিটি নব্বইয়ের দশকের বাণিজ্যিক মসলা ছবির স্বাদ ফিরিয়ে আনবে। গল্পে তার চরিত্রের স্বামী ও দুই সন্তান রয়েছে, এবং এটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা ও সমস্যাকে তুলে ধরবে। শহুরে সমস্যার পরিবর্তে সমাজের নিম্নবিত্ত মানুষের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, তবে বাণিজ্যিক ঘরানার সব উপাদানও থাকবে।

স্বস্তিকা বলেন, “আমার অভিনয় জীবন মূল ধারার বাণিজ্যিক ছবি দিয়েই শুরু। এখনো দর্শকরা শহরতলিতে গিয়ে আমার পুরনো ছবির নাম ধরে স্বাগত জানান। এই ছবিতেও সেই ঘরানার স্বাদ থাকবে, যেখানে ভাসান নাচ এবং একজন খলনায়ক প্রোমোটারও আছে।”
ছবির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন স্থানে। মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি। স্বস্তিকা বলেন, “আমরা সেই দিন মুক্তি দেব, যখন কোনো বড় বাংলা বা হিন্দি ছবি মুক্তি পাবে না। বড় ছবির সঙ্গে প্রতিযোগিতা নিয়ে চিন্তা করি না, আমি চাই নিজের কাজটা মন দিয়ে করতে।”
‘প্রোমোটার বৌদি’তে পরিবারের কোন্দল বা গোয়েন্দা গল্প নয়, বরং নতুন ধরনের গল্প উপস্থাপন করেছেন পরিচালক শৌর্য। স্বস্তিকা আশাবাদী, ছবিটি দর্শকদের তার অভিনয় জীবনের প্রারম্ভিক দিনের কথা মনে করিয়ে দেবে।